Type Here to Get Search Results !

ভিক্ষু কর্তৃক আর্শীবাদ প্রদান - Blessings by monks

 

ভিক্ষু কর্তৃক আর্শীবাদ প্রদান - Blessings by monks

ভিক্ষুকর্তৃক আর্শীবাদ প্রদান

ইচ্ছিতং পচ্ছিতং তুযহং খিপ্পমের সমিজঝতু, পুরেন্সে চিত্ত সংকথ্রো চন্দো পন্নরসাযথা।

ইচ্ছিতৎ পচ্ছিতং তুযহং সব্বমের সমিজঝতু পুরেন্সে চিত্ত সংকপ্পো মণি কে রসোযথা।

অভিবাদন সীলস নিচ্চং বুঢ়াপচাযিনো, চত্তারো ধম্মো বড়ঢন্তি আয়ু বল্লো- সুখং-বলং।

আযুরা রোগা সম্পত্তি, সগৃগ সম্পত্তি মেব চ, অথোপি নিব্বাণ সম্পত্তি ইনিনা তে সমিজঝতুতি।

অনুবাদ:- তোমার ইচ্ছিত প্রার্থীত বিষয় সমূহ শীঘ্রই লাভ হোক এবং শুরু পক্ষের চন্দ্রের ন্যায় ও জ্যোতির্ময় মণি রশ্মির ন্যায় সমস্ত চিত্ত সংকল্প পরিপূর্ণ হোক। সর্বদা বয়োবৃদ্ধের সেবায় ও অভিবাদনে নিরত ব্যক্তির আয়ু বর্ণ, সুখ, ও বল এর চারটি সম্পদ বর্ধিত হয়। এর দ্বারা দীর্ঘায়ু ও নীরোগ হয়ে স্বর্গ মোক্ষ (নির্বাণ) লাভ হোক ।

 

পঞ্চশীলপ্রার্থণা ও প্রদানের নিয়ম

সংসারকান্তর দুখতো মোচনখায নিব্বাণং সচ্চি করণখযা, কম্মঞ্চ কৰ্ম্মবিপাকঞ্চ সদ্দযিত্বা ওকাস অহং ভন্তে (সঙ্ঘে) তিসরণের সহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগ্গহং কত্বা সীলং দেথ মে ভন্তে (সঙ্ঘে)। দুতিযম্পি অহং ভন্তে মে ভন্তে। ততিযম্পি অহং ভন্তে.....মে ভন্তে।

ভিক্ষু বলবে: যমহং বদামি তং বদামি (একাধিক লোক হলে ‘বদেথ)।

গৃহী বলবেন: আম ভন্তে।

ভিক্ষু: নমো তস্‌স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস।

গৃহী: নমো তস ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস।(তিনবার)

ভিক্ষু(ত্রিশরণ প্রদান করবেন): বুদ্ধং সরণং গচ্ছামি, ধম্মং সরণং গচ্ছামি, সঙ্ঘং সরণং গচ্ছামি।

দুতিযম্পি বুদ্ধং সরণং গচ্ছামি, ধম্মং সরণং গচ্ছামি, সঙ্ঘং সরণং গচ্ছামি। ততিযম্পি বুদ্ধং সরণং গচ্ছামি, ধম্মং সরণং গচ্ছামি, সঙ্ঘং সরণং গচ্ছামি।

গৃহী: (ত্রিশরণ ভিক্ষু বলার পরপরই বলবেন)।

ভিক্ষু: তিশরণ-গমনং-সম্পূন্নং।

গৃহী: আম ভন্তে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.