Type Here to Get Search Results !

পঞ্চশীল গ্রহণের নিয়ম

পঞ্চশীল গ্রহণের নিয়ম

পঞ্চশীল গ্রহণের নিয়ম

পঞ্চশীল বৌদ্ধদের অবশ্যই পালনীয় ৫টি নিয়ম বা শৃঙ্খলা। এই শীল বিহারে গিয়ে বা গৃহে থেকে নিজে নিজেও গ্রহণ ও পালন করা যায়। ঘরে বুদ্ধের প্রতিবিম্বের সামনে নতজানু হয়ে বসে নির্দিষ্ট নিয়ম মেনে পঞ্চশীল গ্রহণ করা যায়। 

পঞ্চশীল গ্রহণের একটি ধারাবাহিক নিয়ম আছে। পঞ্চশীল গ্রহণ করতে প্রথমে বুদ্ধকে বন্দনা করতে হবে, এরপর ভিক্ষু বন্দনা করতে হয় তবে ভিক্ষু সংঘ আসনে উপবিষ্ট থাকলে সংঘ বন্দনা করতে হবে। এরপর ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপর পঞ্চশীল প্রার্থনা করতে হবে।

নিচে পঞ্চশীল প্রার্থনা ও পঞ্চশীল দেওয়া হলো-

 

বুদ্ধ বন্দনা পড়তে এখানে ক্লিক রুন

ভিক্ষু বন্দনা/সংঘ বন্দনা পড়তে এখানে ক্লিক করুন

ক্ষমা প্রার্থনা পড়তে এখানে ক্লিক করুন

 

পঞ্চশীল প্রার্থন

ওকস অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা স্ট দেথ মে ভন্তে।

দুতিম্পি, সংসারবত্ত দুক্খতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চিকরণত্থয-

ওকস অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা স্ট দেথ মে ভন্তে।

ততিযম্পি সংসারবত্ত দুক্খতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চিকরণত্থয-

ওকস অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা স্ট দেথ মে ভন্তে।

 

পঞ্চশীল প্রার্থনা বাংলাঃ

ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

দ্বিতীয়বারও, ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

তৃতীয়বারও, ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

 

এরপর ত্রিশরণ গ্রহণ করতে হবে- ত্রিশরণ পড়তে এখানে ক্লিক করুন

 

পঞ্চশীল

১ । পানাতিপাতা বেরমণী সিক্খাপদং সমাদিযামি । ।

২ । অদিন্নাদানা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

৩ । কামেসু মিচ্ছাচারা বেরমণী সিক্খাপদং সমাদিযামি । ।

৪ । মুসাবাদা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

 ৫ । সুরামেরয-মজ্জ-পমাদাট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিযামি।


পঞ্চশীল বাংলা 

১। প্রাণি হত্যা করবো না, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

২। অদত্ত বস্তু গ্রহণ করবো না। (চুরি করবো না) এই শিক্ষা পদ গ্রহণ করছি।

৩। মিথ্যা কামাচার (অবৈধ যৌনাচার) করা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৪। মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৫। সুরা জাতীয়- মদ, গাঁজা, ভাং, আপিম সহ সকল নেশা গ্রহণ ও সেবন থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি।

 

শীল গ্রহণ সমাপ্ত। এখন আপনি চাইলে আরো অন্যান্য বন্দনা করতে পারেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.