Type Here to Get Search Results !

শ্রামণের প্রতিপাল্য বিষয় - The Subject of the Monk's Care

 

শ্রামণের প্রতিপাল্য বিষয় - The Subject of the Monk's Care

শ্রামণের প্রতিপাল্য বিষয়


প্রব্রজ্যা প্রার্থনা

ওকাস অহং ভন্তে পৰ্ব্বজ্জং যাচামি।

দুতিযম্পি অহং ভন্তে পৰ্ব্বজ্জং যাচামি।

ততিযম্পি আহং ভন্তে পব্বজ্জং যাচামি।

ভন্তে অবকাশ প্রদান করুন, আমি প্রব্রজ্যা প্রার্থণা করছি।

দ্বিতীয়বার, ভন্তে অবকাশ প্রদান করুন, আমি প্রব্রজ্যা প্রার্থণা করছি।

তৃতীয়বারও, ভন্তে অবকাশ প্রদান করুন, আমি প্রব্রজ্যা প্রার্থণা করছি।

 

কাষায়বস্ত্র দান

সব্ব দুক্খ নিস্সরণ নিব্বাণং সচ্ছিকরন্থায এতং কাসাবং দত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায। (তিনবার)

অনুবাদ: প্রভো, সর্ববিধ দুঃখ হইতে মুক্তিলাভ ও নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য অনুগ্রহপূর্বক এই কাষায় বজ্র গ্রহণ করিয়া আমাকে প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত করুন।

এভাবে দ্বিতীয়বার ও তৃতীয়বার বলিবেন।

প্রব্রজ্যা গ্রহণকারী উত্তমরূপে তিনবার প্রার্থনা করিয়া দীক্ষাদানকারীর হস্তে ত্রিচীবর প্রদান করিবে।

কাষায় বস্ত্র প্রার্থনা

সব্ব দুক্খ নিস্সরণ নিব্বাণং সচ্ছিকরন্থায এতং কাসাবং দত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায। (তিনবার)

অনুবাদ: প্রভো, সর্ব দুঃখহীন নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য অনুগ্রহ পূর্বক এই কাষায় বস্ত্র প্রদান করিয়া আমাকে প্রব্রজ্যা প্রদান করুন।

এভাবে দ্বিতীয়বার ও তৃতীবার প্রার্থনা করিবে।

 

অশুভকর্মস্থান প্রদান

কেসা-লোমা-নখা-দন্তা-তচো,

তচো-দন্তা-নখা-লোমা-কেসা,

কেসা-লোমা-নখা-দন্তা-তচো।

 

দশশীলপ্রার্থনা ও প্রদান

সংসারবত্ত দুৰ্খতো মুঞ্চিত্বা নিব্বাণং

সচ্ছিকরত্থায, ওকাস অহং ভন্তে তিসরণের সন্ধিং পৰ্ব্বজ্জ

সামণের দসসীলং ধম্মং যাচামি অনুগ্রহং কত্বা সীলং দেথ মে ভন্তে।

দুতিযম্পি.. ...ততিযম্পি............. |

 

ভিক্ষু: যম্‌হং বদামি তং বদেহি (বদেথ)।

প্রব্রজ্যা প্রার্থী শ্রামণ: আম ভন্তে।

ভিক্ষু: নমো তস ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস।

প্রব্রজ্যা প্রার্থী শ্রামণ: নমো তস ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধ। (তিনবার) বলিবেন।

 

দশশীল

১। পানাতিপাতা বেরমণী সিক্খাপদম।

২। আদিন্নদানা বেরমণী সিক্খাপদম।

৩। অব্রহ্মচরিয বেরমণী সিক্খাপদম।

8। মুসাবদা বেরমণী সিখাপদম

৫। সুরা-মেরেয়-মজ্জ-পমাদানা বেরমণী সিক্খাপদম।

৬। বিকাল-ভোজন বেরমণী সিক্খাপদম।

৭। নচ্চ-গীত-বাদিত-বিসুক-দাস্স্না বেরমণী সিক্খাপদম।

৮। মালাগন্ধ-বিলেপন-ধারণ-মগুণ-বিভূসনট্ঠানা বেরমণী সিক্খাপদম।

৯। উচ্চা সযন-মহাসযনা বেরমণী সিক্খাপদম।

১০। জাতরূপ-রজত-পটিগ্গহণা বেরমণী সিক্খাপদম।

ইমানি পব্বজ্জ সামণের দসসিক্খাপদানি সমাদিযামি। (তিনবার)

 

দশশীলবাংলা

১. প্রাণীহত্যা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

২. অদত্ত বস্তু (চৌর্যবৃত্তিমূলক) গ্রহণ হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৩. অব্রহ্মচর্য হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৪. মিথ্যাবাক্য বলা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৫. সুরা-মদ নেশা জাতীয় দ্রব্য সেবন হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৬. বিকাল ভোজন হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৭. নৃত্য গীত বাদ্য প্রভৃতি প্রমত্ত চিত্তে দর্শন হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৮. মালা গন্ধ বিলেপন ধারণ-মণ্ডন ও বিভূষিত হওয়া থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

৯. উচ্চশয্যা, মহাশয্যা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

১০. সোনা - রূপা ইত্যাদি (অর্থাৎ যেই দেশে যেই প্রকারের টাকা-পয়সা নোট প্রভৃতি প্রচলিত আছে তা) গ্রহণ হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

 

উপাধ্যায়গ্রহণ

শ্রামণ: উপাজ্বাযো মে ভন্তে, হোহি।

দুতিযম্পি, উপাজ্বাযো মে ভন্তে, হোহি।

ততিযম্পি, উপাজ্বাযো মে ভন্তে, হোহি।

ভিক্ষু: পতিরূপং।

শ্রামণ: অহং ভন্তে সম্পটিচ্ছামি।

দুতিযম্পি, অহং ভন্তে সম্পটিচ্ছামি।

ততিযম্পি, অহং ভন্তে সম্পটিচ্ছামি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.