Type Here to Get Search Results !

অষ্টশীল গ্রহণের নিয়ম

অষ্টশীল গ্রহণের নিয়ম

অষ্টশীল গ্রহণের নিয়ম

বৌদ্ধরা সাধারণত পূর্ণিমা, অষ্টমি ও অমবস্যা তিথিতে অষ্টশীল পালনে করে থাকেন। অষ্টশীল হলো ৮টি নিয়ম। বিহারে বা ঘরে বসে এই শীল গ্রহণ ও পালন করা যায়। অষ্টশীল গ্রহণ করতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিহারে গিয়ে বা বুদ্ধের সামনে বসে বুদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা, ক্ষমা প্রার্থনা, অষ্টশীল প্রার্থনা, ত্রিশরণ গ্রহণ ও অষ্টশীল ক্রমান্বয়ে পাঠ করার মাধ্যমে গ্রহণ করতে হয়। 

শীল গ্রহণ ও পালন নিত্যান্তই মানসিক ব্যপার। শীল গ্রহণ করলেই কেবল পুণ্য অর্জন করা যায় না, শীল যথাযত পালন করলেই পুণ্য অর্জন করা যায়। 

নিচে অষ্টশীল গ্রহণের প্রক্রিয়া দেওয়া হলো-

অষ্টশীল প্রার্থনা (পালি)

ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে।

দুতিযম্পি, ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে।

ততিযম্পি, ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে।

 

অষ্টশীল প্রার্থনা (বাংলা)

ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ অষ্টাঙ্গসম্পন্ন অষ্টশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

দ্বিতীয়বারও, ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ অষ্টাঙ্গসম্পন্ন অষ্টশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

তৃতীয়বারও, ভান্তে অবকাশ প্রদান করুন, আমি ত্রিশরণ সহ অষ্টাঙ্গসম্পন্ন অষ্টশীল প্রার্থনা করছি, দয়াকরে আমাকে শীল প্রদান করুন।

 

অষ্টশীল গ্রহণের নিয়ম

অষ্টশীল (পালি)

১ । পাণাতিপাতা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

২ । অদিন্নাদানা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

৩ । অব্রহ্মচরিযা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

৪ । মুসাবাদা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

৫ । সুরা-মেরয-মজ্জ-পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিযামি।

৬ । বিকালভোজনং বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

৭ । নচ্চ-গীত-বাদিত-বিসুকদস্সন মালা-গন্ধ-বিলেপন-ধারণ-মন্ডণ-বিভূসনট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিযামি।

৮ । উচচ-সযনা মহাসযনা বেরমণী সিক্খাপদং সমাদিযামি ।

 

অষ্টশীল(বাংলা)

১। প্রাণি হত্যা থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

২। অদত্ত বস্তু গ্রহণ (চুরি) থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৩। অব্রহ্মচর্য (যৌনাচার) থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৪। মিথ্যা বলা থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৫। সুরা, মদ সহ যাবতীয় মাদক গ্রহণ ও সেবন থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৬। বিকালে ভোজন থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৭। নাচ-গান-বাদ্যযন্ত্র মালা-গন্ধ বিলেপন করা, ধারণ করা, মন্ডন ও ভূসন করা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি।

৮। উচ্চ আসন ও মহা আসনে সয়ন করা থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.