Type Here to Get Search Results !

কীরূপে জ্ঞানে দক্ষতা লাভ করা যায় - How to gain Skill

কীরূপে জ্ঞানে দক্ষতা লাভ করা যায় - How to gain Skill


NIRVANA PEACE FOUNDATION কর্তৃক প্রিন্টকৃত শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা নামক বই হতে উদ্বৃত। শিশুদের সুস্থ মানবিকতা বিকাশে জন্য বইটি খুবই কাজের। বইটির প্রতিটি পাতায় প্রতিটি শব্দে একজন শিশুর বা একজন মানুষের সুস্থ সুন্দর চিন্তা নিয়ে বেড়ে ওঠার সকল উপরকণ আছে। 

বইটির PDF পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্লগ সাইটের নিচে Contact Us নামক বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 

কীরূপেজ্ঞানে দক্ষতা লাভ করা যায়:

১। তোমাকে বাছাই করতে হবে তাই যা অধ্যয়নের জন্য সঠিক বা উপযোগী ।

২। তোমার নির্বাচিত ক্ষেত্রে তোমার কঠোর পরিশ্রমী হতে হবে এবং ভাল ভাবে অধ্যয়ন করতে হবে।

৩। তোমার অধিক জ্ঞান অর্জনের আকাঙ্খা থাকতে হবে।

৪। তোমার ধর্ম জ্ঞানের সাথে সাথে পার্থিব জ্ঞানও থাকতে হবে।

৫। তোমার সকল কিছু স্মরণ করতে সক্ষম হতে হবে যা তুমি শেখ এবং তোমার জ্ঞানকে সঠিক পথে অনুশীলন করতে হবে।

 

জ্ঞানেদক্ষতা থাকলে তুমি তা থেকে কী লাভ করবে:

১। তুমি নিজের উপর নির্ভর করতে পার।

২। তুমি একজন ভাল নেতা হতে পারবে।

৩। তুমি যে কোন পরিস্থিতিতে সাহসী হবে।

৪ । তুমি একটি সম্মান সূচক অবস্থান, সম্পদ এবং সুখ লাভ করবে।

৫। তুমি সম্মানের অধিকারী হবে এবং অন্যের থেকে প্রশংসা লাভ করবে।

৬। তুমি তোমার বুদ্ধিমত্তা ও তার ধারা তোমার পরবর্তী জীবনে ও অব্যাহত রাখতে পারবে।

৭। মেধা, দক্ষতা, ক্ষমতা, পারদর্শিতা সৃষ্টি বা তৈরীতে তোমার ভাল বুনিয়াদ বা ভিত্তি থাকবে ।

৮। তুমি নির্বাণের পথে সহজেই উন্নীত হতে পারবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.