Type Here to Get Search Results !

উপাসকের ১০ গুণ - 10 virtues of Worshipful

 

উপাসকের ১০ গুণ - 10 virtues of Worshipful

উপাসকেরদশ গুন

১। ভিক্ষু-সংঘের সুখে সুখী ও দুঃখে দুখী হন।

২। ধর্মকে নিজ অধিপতিরূপে গ্রহণ করেন।

৩। যথাসাধ্য নিয়ত দানে অনুরাগী থাকেন।

৪। বুদ্ধ শাসনে পরিহানি দেখিয়ে তাহা নিরসন করেন

এবংশাসনের উন্নতির জন্য উদ্যম জন্য শীল হন।

৫। সম্যক দর্শী হন ও মাঙ্গলিক কৌরূহল ত্যাগ করেন।

৬। প্রাণান্তেও অপর শাস্থার আশ্রয় গ্রহণ করেন।

৭।কায়িক বাচনিক পাপকর্মে বিরত থাকেন। (শীল পালন করেন)

৮। ঐক্যে আনন্দ অনুবভ করেন ও ঐক্যে বিধানে রত হন।

৯।প্রবঞ্চক হয়ে শাসনে বিচরণ করেন না।

১০। বুদ্ধ, ধর্ম ওসংঘের ত্রিশরণাগত হন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.