Type Here to Get Search Results !

স্মৃতি ভাবনা গাথা - Memory lyric

স্মৃতি ভাবনা গাথা - Memory lyric


স্মৃতি ভাবনা গাথা

চিত্ত যাদের বিক্ষিপ্ত আর একাগ্রতাহীন

সদ্ধর্ম বোঝে না তারা অর্ন্তদৃষ্টিহীন

সদ্ধর্ম না দর্শিয়া জন্ম জন্মাতরে

নির্বাণ না পেয়ে তারা দুঃখ ভোগ করে।

শীল পালন আর ভাবনাদি কর সবে তাই

স্মৃতিতে আসিবে মুক্তি বিকল্প তার নাই

দাঁড়ানে গমনে আর শুইতে বসিতে,

সতত রাখিবে স্মৃতি সর্ব অবস্থাতে।

সেই ক্ষণে যে চিত্ত হইবে উদিত,

সেই ক্ষণে সেই স্মৃতি করিবে নিয়ত।

স্মৃতি ছাড়া কোন কাজে নাহি দি মতি,

অস্থির-চিত্ত-পিছে দৃষ্টি রাখ অতি ।

দাঁড়াইতে কর কর স্মৃতি আমি উঠিতেছি ।

তুলিতেছি প্ৰধমত ফেলিতেছি পুনঃ,

প্রতি পদক্ষেপ মাঝে স্মৃতি পুনঃ পুনঃ ।

বসিতে হইলে ইচ্ছা আমি বসিতেছি,

বসিয়া করিবে স্মৃতি আমি বসিয়াছি।

শুইতে হইলে ইচ্ছা আমি শুইতেছি।

শুইয়া করিবে স্মৃতি আমি শুইয়াছি,

দ্বাবিংশতি সম্প্ৰজ্ঞান যাহা যাহা হয়,

স্মৃতিতে রাখিবে তাহা স্মৃতি ছাড়া নয় ।

নিজ বাধ্য হলে চিত্ত সদা ইচ্ছামত,

চালাই মোক্ষের দিকে দান্ত অশ্ব-মত ।

অবাধ্য চিত্ত কে সদা বাধ্য করিবারে,

বিদর্শন ভাবনাই শুধু মহা শন্তি ধরে।

নির্জন স্থানে বসি ও হও স্মৃতি রত,

নিশ্চয় লভিবে জ্ঞান যথা ইচ্ছামতো,

পদ্মাসন, সুখাসন, যে কোন আসনে

আনাপানা স্মৃতি কর হয়ে একমনে ।

‘উঠের-পড়ের’ স্মৃতি কর মন দিয়া

দেখিবে অস্থির চিত্ত আছে শান্ত হইয়া ।

স্মৃতিতে রাখ চিত্ত যখন যাহা হয়

ইহাই বিদর্শন-স্মৃতি জানিবে নিশ্চয়।

এইভাবে প্রতিক্ষণ ভাবনা করিয়া

চিত্ত সমাহিত হবে বিপাক ছাড়িয়া ।

প্রজ্ঞার উন্মেষ ঘটে সমাহিত চিত্তে

বিমুক্তি মার্গ লভে স্মৃতিতে স্মৃতিতে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.