Type Here to Get Search Results !

সপ্ত অপনিহানীয় (উন্নতিমূলক) ধর্ম - 7th progressive faiths

 

সপ্ত অপনিহানীয় (উন্নতিমূলক) ধর্ম - 7th progressive faiths

সপ্তঅপনিহানীয় (উন্নতিমূলক) ধর্ম

১। সর্বদা সমবেত হওয়া।

২। কার্য সমাধা ও সভাশেষে একত্রে স্থান ত্যাগ করা।

৩। পূর্বাচরিত সুনীতির উচ্ছেদ না করা এবং প্রাচীন রীতির-নীতি মানিয়া চলা। 

৪। বয়োজৈষ্ঠ্যর সম্মান ও পূজা করা।

৫। কুল নারিদেরকে গৃহবদ্ধ না রেখে জ্ঞানচর্চা ও ধর্মচর্চা সুযোগদান।

৬। গ্রামে প্রতিষ্ঠিত চৈত্য- বিহরদির সৎকার-সম্মান করা, সাংঘিক সম্পদ আত্মাসাদ না করা ও চিরাচিত প্রথায় কাজ চালিয়া যাওয়া।

৭। শীলবান ভিক্ষুর রক্ষণা বেক্ষণ করা, যাহাতে অনাগত শীলবান ভিক্ষুগণ স্বীয় গ্রামে আগমন ও আগত ভিক্ষুরা সুখে অবস্থানের ব্যবস্থা করা।


উপাসকের ১০ গুণ


সপ্তপরিহানীয় (অবনতিমূলক)

১। ভিক্ষু দর্শনে বঞ্চিত থাকা ।

২। সদ্ধর্ম শ্রবণে উদাসীন থাকা।

৩। পঞ্চশীল পালন না করা।

৪। ভিক্ষুর প্রতি অপ্রসন্ন থাকা ।

৫। অস্থির চিত্তে ধর্ম শ্রবণ করা।

৬। অপরের দোষ অনুসন্ধান করা।

৭। শাসন বহির্ভূত মিথ্যাদৃষ্টি ক্ষেত্রে দান গ্রহীতা অনুসন্ধান করা।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.