ভিক্ষুরপ্রতি গৃহীর কর্তব্য কি?
১।
শ্রদ্ধার সহিত সেবা করা।
২।
অপরকেও ভিক্ষুর প্রতি শ্রদ্ধান্বিত করা।
৩।
তাঁর মঙ্গল কামনা করা।
৪।
সম্ভ্রমের সাথে অভ্যর্থনা করা।
৫। আবাস, চীবর, আহার ও ঔষধ প্রদান করা।
গৃহীরপ্রতি ভিক্ষুর কর্তব্য কি?
১।
পাপ কর্ম হইতে বিরত করা।
২।
পূণ্য কর্মে প্রবৃত্ত করা।
৩।
মঙ্গল কামনা করা।
৪।
অশ্রুত বিষয় জ্ঞাত করা।
৫।
শ্রুত বিষয়ে ভুল সংশোধন করা।
৬।
স্বর্গ মার্গের উপদেশ দেওয়া।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।