Type Here to Get Search Results !

মাতা-পিতার প্রতি পুত্রের কর্তব্য কি - Responsibilities of Parents

 

মাতা-পিতার প্রতি পুত্রের কর্তব্য কি - Responsibilities of Parents

মাতা-পিতারপ্রতি পুত্রের কর্তব্য কি?

১। বার্ধক্য ও অসহায় অবস্থায় ভরণ-পোষণ করা।

২। সর্বাবস্থায় সেবা শুশ্রূষা করা।

৩। কুলাচার ও কুল-মর্যদা রক্ষা করা।

৪। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারীত্ব লাভে উপযোগী হওয়া।

৫। তাঁহাদের মৃত্যুও পর পারলৌকিক পূণ্য-ক্রিয়া কর্ম করা ।

 

পুত্রকন্যার প্রতি মাতা-পিতার কর্তব্য কি?

১। পাপ কর্ম হইতে বিরত করা।

২। পূণ্য কর্মে প্রবৃত্ত করা।

৩। শিক্ষা ও শিল্পে-জ্ঞান দানের ব্যবস্থা করা।

৪। সুযোগ্য পাত্র-পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা।

৫। যথা সময়ে বিষয় সম্পতির দায়িত্ব প্রদান করা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.