বুদ্ধবিনয়মতে নব প্রব্রজিতদের নামকরণ
যারা নতুন করে বুদ্ধ শাসনে প্রব্রজ্যিত হবেন, তাদের গৃহী নাম ত্যাগ করার বিধান আছে বৌদ্ধ শাস্ত্রে। প্রব্রজ্যিতরা যেমন সংসারের সকল মায়া ত্যাগ করে বুদ্ধপুত্র হয়ে জান তেমননি তাদের ধারনকৃত গৃহী নামও ত্যাগ করতে হয়। তখন তাদের নতুন করে নামকরণ করা হয়।
বুদ্ধ বিনয়মতে নতুন প্রব্রজিতদের নাম করনের সুন্দর একটি বিধান রাখা হয়েছে। বুদ্ধ বিনয়মতে নাম করণ করতে নব প্রব্রজিত কী বারে জন্ম গ্রহণ করেছেন সেটির উপর নির্ভর করে। নিচে কোন বারে জন্মগ্রহণ করলে কো বর্ণ দিয়ে নাম দিতে হয় তা দেওয়া হলো-
কী বারে কোন নাম
রবিবার:
অ, আ, ই, ঈ, উ, ঊ, ও। যেমন: অ = অগ্রসেন শ্রামণ।
সোমবার:
ক, খ, গ, ঘ, ঙ। যেমন: ক = কর্মসেন শ্রামণ।
মঙ্গলবার:
ৎ, চ, ছ, জ, ঝ, ঞ। যেমন: চ = চন্দ্ৰসেন শ্রামণ।
বুধবার:
র, ল, ব, য। যেমন: র = রত্ন সেন শ্রামণ।
বৃহস্পতিবার:
প, ফ, ব, ভ, ম। যেমন: প = পূর্ণসেন শ্রামণ।
শুক্রবার:
শ, ষ, স, হ। যেমন: শ = শাক্য সেন শ্রামণ।
শনিবার:
ত, থ, ট, ঠ, ড, দ, ধ, এ। যেমন: ত = তাপসসেন শ্রামণ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।