শীল গুণ গাথা
শীলের গুণের কথা করিব বর্ণন
শীলে সুগতি লাভ হয় পরকালে,
পাইবে ভোগ সম্পত্তি শীলবান হলে।
নির্বাণ দূর্লভ ধন, লভে শীল পালনে,
রোগ শোক দূর হবে শীল সংরক্ষণে।
পঞ্চশীল পালনে যদি ভক্তিযুক্ত মনে,
মরিলে জন্ম নেয় রাজার ভবনে।
অষ্টশীল রক্ষা করে দেব লোকে যায়,
দশশীলের গুণে মানুষ ব্রহ্মলোক পায়।
ভক্তি করি সকলেই করিবে যে দান,
পালন করয়ে শীল দিয়া মন প্রাণ ।
এই বলি শুদ্ধ রাখ শীল মহাধন,
কখনো দিওনা ভাবে পাপ কাজে মন।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।