Type Here to Get Search Results !

মাথা নোয়ানোর তিনটি উপায় - Education

মাথা নোয়ানোর তিনটি উপায়


মাথা নোয়ানোর তিনটি উপায়

মা(caps)থা নুইয়ে বৌদ্ধরা সম্যক সম্বুদ্ধকে পূজা করে থাকে। কিন্তু আমরা যদি ভুল আচরণ এর সাথে সম্মান প্রদর্শন করি, আমরা সহজে আধ্যাত্মিক উন্নয়ন সাধন করতে পারব না যা আমরা নিন্মে উদাহরণ সমূহের মাধ্যমে দেখতে পারি:

১. মাথা নোয়ানো কারণ, ‘সবাই নোয়ায় এ সকল মানুষ অন্যকে অনুকরণ করে কোন কিছু না বুঝেই মাথা নুইয়ে থাকে। তারা বানরের মত আচরণ করে। এভাবে মাথা নোয়ানো সময়ের অপচয় মাত্র।

২. মাথা নোয়ায় কারণ ‘তারা কিছু চায়। এ রকম মানুষ মাথা নুইয়ে থাকে এবং এমন কিছু খোঁজে যা তাদের করা উচিত নয়, যেমন লটারী প্রাপ্তির জন্য অথবা ভাল ফলাফল করার জন্য লেখাপড়া অনুশীলনের ব্যতীরেকে। এ রকম মাথা নোয়ানো ও ভুল।

৩. মাথা নোয়ায় কারণ ‘তারা জ্ঞানী হতে আগ্রহী’। এ পর্যায়ের মানুষ বুদ্ধের ধর্ম ধারণ করে এবং তার পদাঙ্ক অনুসরণ করে। তারা বোঝে কেন আমরা তিন বার মাথা নুইয়ে থাকি।

আমরা বুদ্ধের “প্রাজ্ঞতাকে" স্মরণ করে প্রথম বার মাথা নুইয়ে থাকি।

আমরা বুদ্ধের পরিশুদ্ধতাকে স্মরণ করে দ্বিতীয়বার মাথা নুইয়ে থাকি।

আমরা বুদ্ধের 'করুনাকে' স্মরণ করে তৃতীয়বার মাথা নুইয়ে থাকি।(alert-success)

কারণ তিনি নিজের ক্লান্তিকে প্রাধান্য না দিয়ে ধর্মোপদেশ প্রদান করেছিলেন অনেক মানুষের কাছে তাদের কল্যাণে।


সম্মান লাভের যোগ্য ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তুমি কী লাভ করবে?

  • ১. তুমি সঠিক দৃষ্টি এবং বোঝার ক্ষমতা লাভ করবে।
  • ২. তুমি তোমার সঠিক দৃষ্টিভঙ্গিকে আরও বুদ্ধি বা সমৃদ্ধ করবে তাতে তুমি আরও ভালভাবে সকল বিষয় সমূহ বুঝতে পারবে।
  • ৩. তুমি আরও বিনয়ী এবং ভদ্র হও, তাই অন্যান্যরা তোমাকে সম্মান করে থাকে।
  • ৪. তোমার মন সব সময় পরিস্কার থাকে কারণ তুমি সব সময় ইতিবাচক চিন্তা করে থাক।
  • ৫. তুমি প্রদর্শন কর তাই, তুমি অধিক মনোযোগী হয়ে উঠ যা তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে সাহায্য করে।
  • ৬. এর মাধ্যমে তুমি সব সময় অসতর্ক হওয়া থেকে বিরত থাক কারণ তুমি নিজেকে সব সময় স্মরণ করিয়ে দাও যে, অনেক ব্যক্তি রয়েছেন যারা তোমার থেকেও অধিক পরিমাণে সম্মান লাভের যোগ্য।
  • ৭. তুমি বৃহৎভাবে বা ব্যাপক রূপে আত্ম বিশ্বাসী হয়ে উঠ যা তোমাকে কোন ক্ষতি থেকে বাঁচাতে পারে।
  • ৮. এটি বোকাদেরকে জ্ঞানী হতে আলাদা করার আর একটি উপায় কারণ প্রত্যেকে সম্মান লাভের যোগ্য জ্ঞানী ব্যক্তিকেই সম্মান প্রদর্শন করে।
  • ৯. এটি জ্ঞানী ব্যক্তির জন্য সম্মান আনয়ন করে এবং তাদেরকে তাদের কর্তব্য আত্ম-বিশ্বাসের সাথে লাভজনক ভাবে এবং স্বস্তির সাথে সম্পাদন করার জন্য উদ্বুদ্ধ করে থাকে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.