একজন ভাল মানুষ হিসেবে সঠিক সূচনা
মঙ্গল ১: মূর্খের সংসর্গ ত্যাগ
মঙ্গল ২: জ্ঞানীর সান্নিধ্য লাভ
মঙ্গল ৩: সম্মান লাভের যোগ্য ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন
আমাদের স্বভাব এবং আচরণ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং মানুষের দ্বারা প্রভাবিত। ধাপে ধাপে আমরা অনুকরণ করি সে সবই যা আমাদের কাছে বিস্ময়কর, প্রশংসানীয় এবং শীঘ্রই আমরা তাদের মতই আচরণ করব বা রূপান্তরিত হব। যদি আমাদের এমন বন্ধু থাকে যে মদ্যপান করতে ভালবাসে। আমরাও মদ্যপান করতে আরম্ভ করব। সুতরাং, যদি আমরা ভাল মানুষ হতে চাই, তাহলে আমাদের উচিত:
১। মূর্খের সংসর্গ ত্যাগ: নিজেদেরকে বোকা ব্যক্তিতে রূপান্তরিত করা হতে রোধ করার জন্য, আমাদের বোকা ব্যক্তির সাথে মেলামেশা হতে বিরত থাকতে হবে। যাতে তাদের খারাপ ব্যবহার বা আচরণ এবং খারাপ চিন্তা আমরা গ্রহণ করতে না পারি। আমাদের বন্ধু নির্বাচনে সঠিক সচেষ্ট পদক্ষেপ গ্রহণ করা উচিত।
২। জ্ঞানীর সান্নিধ্য লাভ করা: ভাল আচরণ এবং নৈতিকতা অর্জনের লক্ষে আমাদের উচিত তাদের সাথে বন্ধুত্ব বা মেলামেশা করা, যারা স্বভাবগত ভাবেই ভাল।
৩। সম্মান লাভের যোগ্য ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন: আমাদের ভাল স্বভাব সমূহকে বজায় রাখবার ও উন্নয়নের জন্য আমাদের উচিত তাদেরকে সম্মান প্রদর্শন করা যারা ভাল স্বভাবের অধিকারী এবং তাতে আমরা আমাদের ভেতরে যে ভূলসমূহ আছে তা নিরুপণ করতে পারি, তাদের এবং আমাদের স্বভাবের তুলনার মাধ্যমে এবং তার মধ্য হতে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব রূপে আমরা তাদের সম্মান প্রদর্শন করতে পারি।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।